ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে স্থান লাভ করেছেন’ 

‘রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমেই মানুষের হৃদয়ে স্থান লাভ করেছেন’ 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৬২তম রবীন্দ্র জন্মোৎবের আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ে নওগাঁর পতিসরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এবং স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি মফিদুল হক। এছাড়াও নওগাঁর এমপিগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রবি ভিসি বলেন, আমাদের এমন কোন অনুভূতি ও উপলব্ধি নেই, যা রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিকর্মের দ্বারা স্পর্শ করেননি। রবীন্দ্রনাথ তার সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান লাভ করেছন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকল দুর্যোগ ও দুঃসময়ে বন্ধু হিসেবে, অনুপ্রেরণা হিসেবে আবির্ভ‚ত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্র সংগীত বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, বিশেষ করে মানবপ্রেমের আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, রবীন্দ্রনাথের অবস্থান ছিল সকল প্রকার কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে। এ বিষয়ক সাহিত্য সৃষ্টির পাশাপাশি, কর্মী হিসেবে নিজে যুক্ত থেকে আন্দোলন ও সংগ্রাম করেছেন। পতিসরে সমবায় সমিতি ও ব্যাংক তৈরি করে ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকদের মহাজনদের হাত থেকে মুক্ত কারতে চেয়েছিলেন। ট্রাক্টর এনে সে সময় কৃষি ব্যাবস্থার সংস্কার এবং সেইসাথে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি সংস্কারের পক্ষে ছিলেন। সতীদাহ প্রথা, বিধবা বিবাহ বন্ধের যে কুসংস্কার সনাতনী হি›ন্দু সমাজে ও ব্রাহ্মণ সমাজে ছিলো সেটিকে ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিধবা নারীর সাথে পুত্র রথীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন করেন। বাংলাদেশের উন্নয়নের যে অভিযাত্রা শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের স্বপ্ন দেখেছেন এরই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে চির অম্লান করার জন্য শাহজাদপুরে রবি স্থাপন করেছেন। এজন্য প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

রবীন্দ্র,উপাচার্য,জন্মবার্ষিকী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত